এ আয়োজন করে ‘হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়া’।
Published : 11 Dec 2023, 02:02 PM
কবি ও বাউল হাসন রাজা স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হাসন রাজা উৎসব’।
‘হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়ার’ উদ্যোগে শনিবার সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত ব্রায়ন ব্রাউন থিয়েটারে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি এহসান রেজা ও দীপ্তি রাজবংশী গান শোনান। পরিবেশিত হয় পথ প্রোডাকশনের পরিবেশনায় হাসন রাজা বিষয়ক নাটিকা ‘পিঞ্জিরা’।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর একক পরিবেশনা। তিনি হাসন রাজার স্মৃতিচারণ করে তার জনপ্রিয় কিছু গান শোনান।
সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল শাখাওয়াত হোসেন হাসন রাজা পরিষদের পক্ষ থেকে কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকে সম্মাননা পদক দেন। এসময় উপস্থিত ছিলেন কনসাল মো. আশফাক হোসেন ।
এছাড়া শিল্পী দীপ্তি রাজবংশীর হাতে সম্মাননা তুলে দেন কাউন্সেলর সাজেদা আক্তার সানজিদা।