সভা থেকে ২৫ দফা দাবি উত্থাপন করেন প্রবাসী সাংবাদিকরা।
Published : 01 Aug 2022, 03:30 PM
‘প্রবাসীদের প্রত্যাশা’ শিরোনামে সেমিনার করেছে ফ্রান্স প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইউরো-বাংলা প্রেস ক্লাব’।
স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি এম আলী চৌধুরী ও রাসেল আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তাইজুল ফয়েজ।
বিশেষ অতিথি ছিলেন- কাজী এনায়েত উল্লাহ, জিন্নুরাইন জায়গীরদার, আ স ম মাসুম ও ফয়জুল ইসলাম। আলোচনা করেন নুরে আলম রব্বানী, আফজাল হোসেন, মাইদুল মিয়া ও সালেহ আহমদ।
প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন বলেন, “৪০ বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।”
সেমিনার থেকে ইউরো-বাংলা প্রেস ক্লাব এর ‘প্রবাসবন্ধু’ পদক পান ফকরুল আকম সেলিম, সৈয়দ নাহাস পাশা ও নবাব উদ্দিন।