প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
Published : 09 Dec 2024, 02:27 PM
সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার দুবাইয়ের একটি হোটেল বলরুমে আলোচনা সভার আয়োজন করেন তারা।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি মামুনুর রশীদ।
ক্লাবের নতুন নেতাদের শপথবাক্য পড়ান অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সমিতি ইউএই-এর সভাপতি মোয়াজ্জেম হোসেন।
স্বাগত বক্তব্য দেন সহ সভাপতি এস এম মোদাসসের শাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কলামনিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুবাই পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ওমর আফলাতুন, জাকির হোসেন, শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনস্যুলেটের প্রথম প্রেস সচিব আরিফুর রহমান ও উলুংগং বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিনাত রেজা খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা খালেদ আল হাসমি, কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আব্দুস সালাম, কাউন্সেলর কাজী ফয়সাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক শাকিয়া সুলতানা, মীর কামাল ও ইয়াকুব সুনিক।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক আসিফ।