১৬৮ দেশের অংশগ্রহণকারীদের নিয়ে নানা পর্বে সাজানো ছিল এ সুন্দরী প্রতিযোগিতা।
Published : 26 Sep 2024, 02:31 PM
দুবাইভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘কিলামে’ পরিচালিত ‘সিন্ড্রেলা অফ নিউ ইয়র্ক’ সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতেছেন বাংলাদেশি-আমেরিকান মডেল মনিকা হক।
১৬৮ দেশের অংশগ্রহণকারীদের নিয়ে নানা পর্বে সাজানো এ প্রতিযোগিতা শেষে শনিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের সার্কোতে এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মনিকার নাম ঘোষণা করা হয়।
‘কিলামের’ মালিক পামেলা কিনজি মনিকার মাথায় ‘সিন্ড্রেলা অফ নিউ ইয়র্ক’ মুকুট পরিয়ে দেন।
অনলাইনভিত্তিক এ সুন্দরী প্রতিযোগিতায় ই-মেইলের মাধ্যমে নিবন্ধন করতে হয়। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কেউ এতে অংশ নিতে পারে। ভোট এবং পয়েন্ট অর্জনের মাধ্যমে প্রতিযোগিতায় সামনের দিকে এগিয়ে যেতে হয়।
প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বে ছিল ভার্চুয়াল প্রশ্ন-উত্তর, বাচনভঙ্গী ও হাঁটা-চলা। এ পর্বে কাটছাঁট করে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় পর্বে পৌঁছান ১৬৮ নারী। তারপর শুরু হয় ভোট দেওয়া, প্রথম তিন সপ্তাহে সেরা দশে পৌঁছে যান মনিকা হক।
চতুর্থ সপ্তাহে সেরা চারে পৌঁছান মনিকা। তারপর চূড়ান্ত পর্বে আবারো প্রশ্ন-উত্তর উতরিয়ে মুকুট পান মনিকা। সেরা দশে উন্নীত অন্য দেশগুলো হলো- বলিভিয়া, লেবানন, ঘানা, রোমানিয়া, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, হন্ডুরাস এবং কোস্টারিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের অনুভূতি জানিয়ে মনিকা হক বলেন, “এর আগে প্রায় সময়ই নানা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব আসত, যেমন মিস নিউ ইয়র্ক, মিসেস ইন্টারন্যাশনাল, মিস ব্রঙ্কস অথবা মিস ট্যুরিজম ইত্যাদি। কোনটাতেই আগ্রহ পাইনি। কিন্তু ‘সিন্ড্রেলা অফ নিউ ইয়র্ক’ অন্যরকম। মনে হচ্ছে কোনো রূপকথার গল্প থেকে আমি এসেছি- মাথায় হীরের মুকুট, চার হাজার ডলারের গাউন, স্যাশ, কাচের হাই হিল। আমি যেন এক পরিপূর্ণ সিন্ড্রেলা, সিন্ড্রেলা অফ নিউ ইয়র্ক।”
কোন প্রশ্নের উত্তর সাহায্য করেছে বিজয়ের মুকুট পেতে? জবাবে মনিকা বলেন, “ভোট দেওয়া শেষে শীর্ষ দশে পৌঁছানোর পর একটা প্রশ্ন এমন ছিল যে, তুমি কী চাও? এর উত্তরে বলি, সুন্দরী প্রতিযোগিতাগুলো এক ধরনের বিনিয়োগ। বিলাসবহুল এ আয়োজনে অর্থ আসে নানা প্রতিষ্ঠান থেকে। এসব অর্থ প্রতিযোগীদের পেছনে ব্যবহার না করে বিভিন্ন দেশে যারা অর্থকষ্টে আছে তাদেরকে পাঠানোই সবচেয়ে মানবিক বলে মনে করি। এমন উত্তরেই ছিল ১০১ পয়েন্টস, যা আমাকে নিয়ে যায় শীর্ষ অবস্থানে।”