তাঁতের কাপড়

prism desk
Published : 24 April 2016, 04:44 PM
Updated : 24 April 2016, 04:44 PM

বান্দরবানে তাঁতে বোনা কাপড় বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করেন।  

মারমা ভাষায় তাঁত বোনাকে খেমতা বলা হয় । এখানে তাঁতে বোনা বিভিন্ন পোশাক পাওয়া যায় ।

প্রথমে সুতা বল করে পরে তাঁতের সাহায্যে কম্বল, মাফলার, চাদর ইত্যাদি বোনা হয়। পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে বান্দরবানে ঘুরতে এসে এই কাপড় কিনে নেন।

এই কাপড় বান্দরবানের ঐতিহ্য, অন্য কোথায় এই (নকশার) কাপড় পাওয়া যায় না ।