Published : 16 Sep 2016, 11:07 AM
বান্দরবানের থানচি উপজেলার বলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এখনও পৌঁছেনি বিদ্যুৎ। তাই স্কুলেও ঘোরে না ফ্যান, জ্বলে না বাতি। সন্ধ্যা নামলেই সোলার চালিত বাতি আর হারিকেন ও মোমবাতিই ভরসা। আরও অভাব ঘিরে আছে এ স্কুলটিকে।শিশু সাংবাদিক রিনিতা চাকমার প্রতিবেদন