বিশ্রামে থাকার সময় তাকে কোনো জনসমাগমে যাওয়া এবং কারো সঙ্গে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।
Published : 21 Feb 2024, 02:52 PM
সিঙ্গাপুরে এক মাস ধরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার রাত ১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ আব্বা আগের চেয়ে ভালো। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকদের পরামর্শে দেশে ফিরেছেন।”
মারুফ বলেন, “আব্বাকে ডাক্তাররা চার থেকে ছয় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলছেন। এই সময়ে কোনা জনসমাগম ও কারো সাথে সাক্ষাৎ করা থেকে বিরত থাকতে চিকিৎসকরা নির্দেশনা দিয়েছেন। সেভাবে আমরা গুলশানের বাসায় আব্বাকে রেখেছি।”
দেশবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে বাবার আশু আরোগ্য কামনায় দোয়া চান মারুফ।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত দুইটায় গুলশানের নিজের বাসায় ফেরেন খন্দকার মোশাররফ হোসেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২৭ জানুয়ারি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়েছে।
মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর শারীরিক অবস্থার উন্নত না হওয়ায় উন্নত চিকিৎসা নিতে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরে যান।
গত বছরের ১৭ জুন বিএনপি পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হয় তাকে। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছিলেন।
কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে ৫ ডিসেম্বর তাকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে আবারও সিঙ্গাপুরে নেয়া হয় তাকে।
আরও পড়ুন: