সংরক্ষিত আসন: এ্যানী রহমানের শূন্য আসনে উপ নির্বাচন ২৪ নভেম্বর

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ উপ নির্বাচনে নির্ধারিত দিনে মনোনয়ন জমা দেবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2022, 05:23 PM
Updated : 28 Oct 2022, 05:23 PM

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের শূন্য স্থানে উপ নির্বাচন হবে ২৪ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে ১ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর ২ নভেম্বর বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ নভেম্বর।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন ইসির যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ উপ নির্বাচনে নির্ধারিত দিনে মনোনয়ন জমা দেবেন। একক প্রার্থী হওয়ায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

একাদশ সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে আওয়ামী লীগের ৪৩টি।

সংরক্ষিত নারী আসন ১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানী রহমান ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ অক্টোবর মারা যান।

এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও সম্পর্কে প্রধানমন্ত্রীর চাচি।

তার বাবা এনায়েত হোসেন খান ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ ১৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। 

Also Read: সংসদ সদস্য এ্যানী রহমান আর নেই

Also Read: নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত