মুখে ‘না’, অন্তরে বিরোধেরও আস্থা ইভিএমে: আলমগীর

ইভিএমে আস্থা না রাখার বিষয়টি ‘কৌশলগত’ বলে মনে করেন এ নির্বাচন কমিশনার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 04:25 PM
Updated : 25 Sept 2022, 04:25 PM

ইভিএমে দেশের সব ভোটারের আস্থা আছে দাবি করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, যারা জনসম্মুখে বিরোধিতা করছেন তারাও অন্তরে বিশ্বাস করেন ইভিএম ‘ভালো’।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এছাড়া আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কোনো দলের নাম উল্লেখ না করে ইসি বলেন, “আমাদের কাছে যখন আনঅফিসিয়ালি আসে যারা বিরোধিতা করেছে… তারা বলেন আমার এলাকায় ইভিএম দিন। এক রাজনৈতিক দলের একজন মাননীয় সংসদ সদস্য আমাদের কাছে লিখিতভাবে দরখাস্ত দিয়েছেন তার এলাকায় ইভিএম দেওয়ার জন্য।

“তার মানে- অন্তরে আছে, তারা বিশ্বাস করেন ইভিএম ভালো। শুধু উনি না, সবাই।”

হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গঠিত হওয়ার পর সব নির্বাচনই ইভিএমে নেওয়া হয়েছে।

এর মধ্যেই বিএনপিসহ বিভিন্ন দলের বিরোধিতার পরও অন্তত দেড়শ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্ত এসেছে কমিশন থেকে।

ইভিএমে জালভোট বা কারচুপির সুযোগ নেই দাবি করে আলমগীর বলেন, “আমাদের তো কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও ব্যবহার করছি। এ পর্যন্ত প্রায় এক হাজার নির্বাচনে ইভিএম ব্যবহার করেছি। এই কমিশন আসার পর একটা নির্বাচনও ব্যালটে করিনি।

“এতে আমাদের আস্থা এসেছে দেড়শ আসনে ইভিএমে ভোট করতে পারব।”

সব অংশীজনের ভেতরে ও বাইরে ইভিএমে আস্থা রয়েছে বলে দাবি করেন তিনি।

ইসির আস্থা থাকলেও এর স্টেকহোল্ডারদের কতটুকু রয়েছে- এমন প্রশ্নে আলমগীর বলেন, “স্টেকহোল্ডার কারা? ভোটার! সব ভোটারের পরিপূর্ণ আস্থা রয়েছে। ১২ কোটি ভোটারের আস্থা রয়েছে।”

যারা আস্থা নেই বলছে তারা ‘কৌশলগত’ কারণে বলছে বলে মনে করেন মো. আলমগীর।

কাদের আস্থা নেই জানতে চাইলে তিনি বলেন, “আস্থা নেই হয়ত– অন্তরে আছে (আস্থা)। বাইরে হয়ত ‘নেই’ বলছে রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে। অন্তরে আছে, বাইরে (মুখে) নেই। কেন বলছি- আমাদের কাছে যখন আনঅফিসিয়ালি আসে যারা বিরোধিতা করেছে- তখন বলেন আমার এলাকায় ইভিএম দিন।“

ইভিএমের ভোটে সবাই নির্বাচনে আসবে দাবি করে তিনি বলেন, “২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, তাতে সকল দল অংশগ্রহণ করবে। যে ৩৯টি নিবন্ধিত দল আছে, তারা সকলেই আসবে বলে আশা করি।

“আমরা অবশ্যই ভোটের পরিবেশ তৈরি করব। আমাদের ভেতরে ও বাইরে এক। আলাদা নেই কিছু। আমরা কনফিডেন্ট এই জন্য যে এই রোডম্যাপ আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করলে সবাই আসবে।”

Also Read: ইভিএমের বিরোধিতার কারণ ‘মনস্তাত্ত্বিক’: ইসি

Also Read: সংসদ নির্বাচনে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম, সিদ্ধান্ত ইসির

Also Read: ইভিএম নিয়ে কোন দল কী বলে গেছে, প্রকাশ করে দেব: আলমগীর