প্রতিমন্ত্রী বলেন, কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না নির্বাচনকে গ্রহণযোগ্য করতে। কিন্তু সকলের অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়।
Published : 21 Nov 2023, 07:32 PM
জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের ভোটে আসা ‘বাধ্যতামূলক’ নয় বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না নির্বাচনকে গ্রহণযোগ্য করতে। কিন্তু সকলের অংশগ্রহণ নির্বাচনের সৌন্দর্য বাড়ায়।
“কিন্তু আবার একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গঠনতন্ত্রে, সংবিধানে বিশ্বাস করে না; এ রকম কাউকে দিয়ে শুধু লোক দেখানো বা শোভাবর্ধনেরও প্রয়োজন নাই। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ ম্যান্ডেটরি না। সো ইটস নট ম্যান্ডাটরি।”
৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ সফর করছে কমনওয়েলথের চার সদস্যের একটি প্রতিনিধিদল।
কমনওয়েলথ সচিবালয়ের ইলেক্টরাল সাপোর্ট বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “অন্যান্য মিশনের মতো এটি একটি অগ্রগামী মিশন এবং তারা তাদের অভিজ্ঞতার আলোকে ফিরে গিয়ে রিপোর্ট দিবেন।
“তারা এ ব্যাপারে ওয়াকিবহাল যে সময় খুবই সংক্ষিপ্ত। উনারা শেষ মুহূর্ত বা পরে এসেছেন। তারা রিপোর্টাটা খুব দ্রুতততার সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। কমনওয়েলথের যারা কর্তাব্যক্তি আছেন তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তারা আসবেন, কি আসবেন না। আমরা প্রত্যাশা ব্যক্ত করেছি, তারা আসবেন।”
ঢাকায় আসার পর প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বিএনপি আসতে পারে, দুদিন আগে নিজের এমন আশাবাদের বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “২০১৪ সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করাতে বিএনপির যেকোনো কথা বা আবেদন, বিদেশিদের কাছে অনুনয়-বিনয়ের গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোটায় চলে গিয়েছিল।
“আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা একটা চিরন্তন সত্য। ৩০ নভেম্বর পর্যন্ত নমিমেশন জমা দেওয়ার শেষ দিন। সে দিন পর্যন্ত যে কারও নির্বাচনে আসাটা ওপেন। আবার যে কারও নির্বাচন থেকে সরে আসাটাও ওপেন।”