লোডশেডিং: পিডিবি চেয়ারম্যানকে ঢাকা জেলা বিএনপির স্মারকলিপি

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল এই স্মারকলিপি দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 12:27 PM
Updated : 8 June 2023, 12:27 PM

দেশে ঘন ঘন লোডশেডিংয়ে সৃষ্ট জনদুর্ভোগ এবং বিদ্যুৎ খাতে ‘দুর্নীতির’ প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপির প্রতিনিধি দল।

মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবির অফিসে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় স্মারকলিপি দিতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল; সেখানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মমতাজ পারভীন স্মারকলিপি গ্রহণ করেন।

ওই প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, আবদুস সালাম আজাদ, সুলতানা আহমেদ, দেওয়ান মো. সালাহউদ্দিন।

এক পৃষ্ঠার স্মারকলিপিতে বিদ্যুতের লোডশেডিংয়ে রাজধানীসহ জেলাগুলোতে চরম দুরাবস্থার কথা তুলে ধরা হয়। সেইসঙ্গে অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবারহ নিশ্চিতেরও দাবি জানানো হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, “সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে আজকে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সরকার একদিকে বলছেন, বিদ্যুতে তারা স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। সেজন্য আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা জেলা বিএনপির কয়েকশো নেতাকর্মী নয়া পল্টনে চায়না মার্কেটের সামনে সমবেত হয়। সেখানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্য দেন।

পরে সেখান থেকে রিজভী দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল করে আরামবাগের কাছে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। মিছিলে দলের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলার সাবেক সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকে ছিলেন।

সেখান থেকে মতিঝিলের ওয়াপদা ভবনে গিয়ে স্মারকলিপি দেন বিএনপি নেতারা।