শুক্রবার থেকে শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন তিনি।
Published : 08 Feb 2024, 11:04 AM
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের পথে রওনা হন তিনি।
সেতুমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি সিঙ্গাপুরে গেছেন।
২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন সেখানে চিকিৎসা নিয়ে এসেছিলেন তিনি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)