ঢাকার পাশাপাশি সব মহানগর ও জেলা সদরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
Published : 22 Jun 2024, 11:06 PM
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি।
রোববার ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এ দোয়া অনুষ্ঠান হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।
রিজভী বলেন, দলের নেতাকর্মী সবাই বিষন্ন। ঢাকার পাশাপাশি সব মহানগর ও জেলা সদরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
তার সুস্থতার জন্য সবসময় দোয়া করার আহ্বান জানান তিনি।
হঠাৎ অসুস্থতার কারণে শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
এক প্রশ্নের জবাবে রিজভী অভিযোগ করে বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সরকার অমানবিক ব্যবহার ও আচরণ করছে। তার মানবাধিকার ও মানবতা যেভাবে তারা হরণ করছে এটা যদি সত্যিকার গণতান্ত্রিক সরকার থাকতো তাহলে করতে পারত না। দেশের সত্যিকার অর্থে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এটা হত না।”
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।