মির্জা আব্বাস বলেন, “অনেকে বলেন, নির্বাচনের আগে বিচার শেষ করতে হবে। ভাই, বিচার শেষ করে নির্বাচন করবেন এটা কি সম্ভব?”
Published : 14 Feb 2025, 04:34 PM
বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল ‘নির্বাচন নিয়ে টালবাহানা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কথা বলছেন… কখনও বলেন যাবেন না, কখনো বলেন যাবেন… কখনো বলেন, এটা হলে যাব, কখনো বলেন ওটা হলে যাব। আরে ভাই আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ২০০৮ সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলোশ্রুতিতে বাংলাদেশের অনেক নামিদামী, অনেক বিখ্যাত-প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে।
“সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। এটা আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে কথা বলছে, এই সরকারকে অস্থিতিকর অবস্থায় ফেলে দিচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাল্লাহ।”
মির্জা আব্বাস বলেন, “অনেকে বলেন, নির্বাচনের আগে বিচার শেষ করতে হবে। ভাই, বিচার শেষ করে নির্বাচন করবেন এটা কি সম্ভব?
“তিন মাসের মধ্যে তড়িঘড়ি করে আপনারা বিচার করবেন। পারলে করেন, কোনো অসুবিধান নেই, তিন মাসের মধ্যে বিচার করেন। অবিচার নয়, বিচার করতে হবে।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মির্জা আব্বাস বলেন, “দলের সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহে আমাদেরকে খু্বই সাবধান হতে হবে, সচেতন থাকতে হবে। যদি নবায়নের সময়ে দেখা যায় ওই ব্যক্তি সস্পর্কে সংগঠনবিরোধী কোনো কার্য্ক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্যপদ নবায়ন করা যাবে না। দলের দুর্নাম হচ্ছে, এমন কোনো অপকর্মের সঙ্গে জড়িত আছে এমন কোনো ব্যক্তিকে সদস্য নবায়ন করা যাবে না।
“আর আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানী কিছু লোক এসময়ে দলের সদস্য হওয়া চেষ্টা করবেন, যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতিই করবে। সুতরাং তাদেরকেও আমাদের সদস্য করা যাবে না।”
বিএনপির এই নেতা বলেন, রমজানকে সামনে রেখে সিন্ডিকেটের তৎপরতা বেড়ে গেছে।
মির্জা আব্বাস বলেন, “কয়েকদিন আগে অভিযান শুরু হয়েছে, ভালো। কিন্তু হাতের সামনে যে ডেভিলরা রয়ে গেছে তাদের ধরছেন না কেন?
“যে ডেভিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে, তারা অগাস্ট মাসের ২ অথবা ৩ তারিখ তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিল- ‘আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই’। কবিতার ভাষায় বলেছিল- ‘জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সঙ্গে আপনাকে চাই’। সেই ডেভিলরা আপনার কাছে আছে, কেন ধরছেন না?”
মির্জা আব্বাস বলেন, “আজকে পত্রিকায় দেখলাম, নাবিল গ্রুপ ১২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। তাকে আপনারা গ্রেপ্তার করছেন না। কারণ কী? কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। সুতরাং তাকে ধরা যাবে না, তাই না?”
দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, শিল্প বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, ফরহাদ হোসেন, আবদুস সাত্তার, মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু, শরীফ হোসেনসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।