“পতিতাদের শ্রমিকের স্বীকৃতির বিষয়ে বলেছি, এটি নারীদের জন্য চরম অপমানজনক,” বলেন জামায়াতের নায়েবে আমির।
Published : 27 Apr 2025, 10:58 PM
নির্বাচন ‘সুষ্ঠু’ করতে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান।
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আগামী নির্বাচনে আমরা তাদেরকে (ইইউ) পর্যবেক্ষক পাঠানোর কথা বলেছি। প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।”
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ হয় মগবাজারে; দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
সেখানে নায়েবে আমিরের পাশাপাশি দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকের পর ব্রিফিংয়ে নায়েবে আমির বলেন, “দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ইউরোপে প্রচুর পরিমাণে গার্মেন্ট পণ্য যায়।
“আমরা তাদের গার্মেন্টস শিল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেব। সেখানে তারা আরও বেশি বিনিয়োগ করবে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জামায়াত সবসময় নারীদের অধিকার, জঙ্গিবাদ দমনে জামায়াত কী করবে- এ প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এসব বিষয়ে আশ্বস্ত করেছি।
“নারী সংস্কার কমিশনের পতিতাদের শ্রমিক স্বীকৃতির বিষয়ে বলেছি, এটি নারীদের জন্য চরম অপমানজনক। এছাড়া নারীদের অংশগ্রহণ জামায়াতে ৪৩ শতাংশ, যা অন্য সবার চেয়ে বেশি।”
ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার ব্যাপারে তারা দৃঢ় আশা প্রকাশ করেন বলে জানান নায়েবে আমির।