গত বুধবার এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Published : 12 May 2023, 06:10 PM
নেতাকর্মী গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানিসহ ১০ দফা দাবি আদায়ে শনিবার ঢাকার বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ উদ্যোগে এই সমাবেশের প্রস্ততির কথা জানিয়ে দলের ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ২টায় এই সমাবেশ শুরু হবে নয়া পল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে।
“আমাদের প্রস্তুতি চলছে। থানায় থানায় কর্মী সভা হচ্ছে। এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।”
বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, “এই সমাবেশকে সফল করাতে মহানগর ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস এই সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটবে।”
ঈদুল ফিতরের পর মহানগর বিএনপির এটিই বড় আকারের কর্মসূচি।
গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।