কক্সবাজার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাহিনীকে আরো আধুনিক করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
রোববার বেলা সাড়ে ১১টায় শহরের উপকণ্ঠে বিমানবন্দর লাগোয়া বিমান ঘাঁটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই সময় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান আকাশে লাল-সবুজ রং ছিটিয়ে অনুষ্ঠানস্থলের ওপর দিয়ে উড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "বিমান বাহিনী আধুনিকায়নের পরিকল্পনা এই সরকারের রয়েছে। বিমান বাহিনী দেশের আকাশসীমা পাহারা দেওয়ার পাশাপাশি সমুদ্রসীমাও পাহারা দেবে। তারা সমুদ্র অঞ্চলে অতন্দ্র প্রহরীর কাজ করবে।"
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমদ রাজু, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু, আবদুর রহমান বদি উপস্থিত ছিলেন।
এদিকে বিমান ঘাঁটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক সফরসূচি পরিবর্তন করে নির্ধারিত সময়ের আগেই কক্সবাজার মেডিকেল কলেজ ও দোহাজারি-কক্সবাজার রেললাইন কাজের ভিত্তিস্থাপন এবং কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে সাবমেরিন ক্যাবলের আপগ্রেড কার্যক্রম উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী সকাল ১১টায় বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছান। বিকালে কক্সবাজার সী-বিচ রেস্টহাউস (জেলে পার্ক) মাঠে জেলা আওয়ামী লীগের জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৬ ঘ.