আওয়ামী লীগের সভার শুরুতে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা

দীর্ঘদিন পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2022, 11:53 AM
Updated : 7 May 2022, 02:51 PM

শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিক বিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভার শুরুতেই কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে তার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করেই ওই বছরের ৭ মে দেশে ফিরেছিলেন তিনি।

করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়নি। ২০২১ সালের নভেম্বরে একটি বৈঠক হলেও তাতে স্বল্প সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

শনিবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে একদিন আগেই আভাস দিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতদিন পর সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটির বৈঠক বসছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসবে এটাই স্বাভাবিক।