প্রতিষ্ঠাবার্ষিকীর ৪ দিন আগে কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর চার দিন আগে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল জাতীয়তাবাদী কৃষক দল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 07:34 PM
Updated : 7 Dec 2021, 07:58 PM

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষক দলের পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

আগামী ১১ ডিসেম্বর কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এর আগে গত ২০ সেপ্টেম্বর হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে কৃষক দলের ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি।

টানা ২২ বছর পর গত ১২ মার্চ কৃষক দলের জাতীয় সম্মেলন হয়। কিন্তু ওই সময় দুই গ্রুপের বিরোধের কারণে কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন স্থগিত হয়ে যায়।

এর আগে ১৯৯৮ সালের ১৬ মে সংগঠনটির তৃতীয় সম্মেলন হয়েছিল।

পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৪ জন সহসভাপতি, ১৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহসম্পাদক, ১০ জন সাংগঠনিক সম্পাদকসহ সম্পাদকীয় ও সদস্যরা রয়েছেন।

সহসভাপতি

হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, আবুল বাশার আখন্দ, নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, এসএম ফয়সাল, খন্দকার নাসিরুল ইসলাম, দৌলতুজ্জামান আনছারী, আনম খলিলুর রহমান, আসলাম মিয়া, ওমর ফারুক শাফিন, সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী ও কাজী মঞ্জুরুল আলম।

যুগ্ম সম্পাদক

টিএস আইয়ুব, মোশাররফ হোসেন, ফেরদৌস পাটোয়ারী, মিজানুর রহমান লিটু, কামরুজ্জামান সেলিম, ওবায়দুর রহমান টিপু, ফজলে হুদা, শাহ আব্দুল্লাহ আল বাকী, শাহ মো. মনিরুর রহমান, মাহমুদা হাবিবা, মনিরুল ইসলাম রয়েল, ইউসুফ আলী মোল্লা, শাহাদাত হোসেন বিপ্লব, মো. ইউনুস আলী, আলীম হোসেন, মেহেদি হাসান পলাশ, ইশতিয়াক নাসির ও সাখাওয়াত হোসেন নান্নু।

বিএনপি প্রতিষ্ঠার পর ১৯৮০ সালের ১১ ডিসেম্বর কৃষক দল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। সে সময়ের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে আহবায়ক কমিটি করা হয়।

এরপর ১৯৯২ সালে আবদুল মান্নান ভুঁইয়াকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করে কৃষক দলের প্রথম কমিটি গঠন করা হয়।

ছয় বছর পর ১৯৯৮ সালে মাহবুব আলম তারাকে সভাপতি ও দুদুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি হয়।

এরপর ২০০১ সালে মাহবুব আলম তারা কৃষক দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে মজিবুব রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতি হন। ২০০৭ সালে তার মৃত্যুর পর সংগঠনটির ভারপ্রাপ্ত দায়িত্বে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০১৬ সালের ১৯ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হওয়ার পর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ছেড়ে দেন।