লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে

জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকও রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2021, 04:53 PM
Updated : 27 Nov 2021, 04:53 PM

দলের কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে এই পদে মনোনীত করেছেন বলে শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ফোরাম সভাপতিমণ্ডলীতে এখন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৭ জন রয়েছেন।

এরর বাইরে সভাপতিমণ্ডলীর তিন সদস্য মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন ও আবদুল মতিন খসরু মারা গেছেন।

৬২ বছর বয়সী লিটন বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির পদেও ছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দলের রাজশাহী মহানগর সভাপতি পদে লিটনের স্থানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কামাল রাজশাহী নগর আওয়ামী লীগের টানা দুইবার সভাপতি ছিলেন। তার স্ত্রীও নগর মহিলা আওয়ামী লীগের নেত্রী।

ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় কামালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগর আওয়ামী লীগের নেতারা। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তাকে ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়।