বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: ছবি এঁকে পুরস্কার পেল ১০০ শিশু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১০০ শিশুকে পুরস্কার দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 02:21 PM
Updated : 18 Sept 2021, 02:21 PM

শনিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে এসব শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় বিজয়ী দ্বাদশ শ্রেণি পর্যন্ত চার গ্রুপের ১০০ শিশুর মাঝে বঙ্গবন্ধুর ভাস্কর্য, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সনদ, বঙ্গবন্ধুর বিভিন্ন বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।

শিশুদের হাতে উপহার তুলে দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে আজ শিশুরা ছবি এঁকেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সব সময় শিশুদের ভালোবাসতেন, আজকের শিশুরা বঙ্গবন্ধুকে বুকে ধারণ করেই আগামীতে নেতৃত্ব দেবে দেশকে, এটাই আমি আশা করি।“

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ শিশুদের চিত্রকর্মের পাশাপাশি সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানান।

চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, “আমাদের ভাষা, আমাদের গান, চিত্রকলাসহ সংস্কৃতি এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে তা অন্য আকার ধারণ করত।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, “রঙ তুলির আচড়ে যে ছোট্ট শিল্পীরা নানা আঙ্গিকে চিত্রায়িত করেছেন আমাদের জাতির পিতাকে তা সত্যিই প্রশংসনীয়।

“আমাদের জাতির পিতা শিল্প কাব্য গানে চিত্রকলায় চিত্রিত হয়ে এভাবেই বেঁচে থাকবেন প্রতিটি বাঙালির অন্তরে।“

বন ও পরিবেশ উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।