কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 12:36 PM
Updated : 22 May 2020, 02:02 PM

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, শুক্রবার এক শোকবার্তায় সরকারপ্রধান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান কামরুন্নাহার পুতুল। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু জানিয়েছেন, করোনাভাইরাসের লক্ষণ থাকায় সাবেক এই সাংসদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, এখনও ফলাফল জানা যায়নি।

প্রয়াত সাংসদ মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সাংসদ হন। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন ব্যাংকার। এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।