মেয়রের দায়িত্ব নিলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বভার গ্রহণ করলেন শেখ ফজলে নূর তাপস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 10:39 AM
Updated : 16 May 2020, 10:40 AM

শনিবার দুপুরে নগর ভবনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

এ সময় শেখ ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। টানা তৃতীয় মেয়াদে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত তাপস ওই আসনের দায়িত্ব ছেড়ে মেয়র নির্বাচনে লড়েছিলেন।

চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন মোহাম্মদ সাঈদ খোকন। গত ১৬ মে তার মেয়াদ শেষ হয়। এবারের নির্বাচনে সাঈদ খোকনকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।