সম্পাদকদের বিরুদ্ধে মামলা দুর্নীতি প্রশ্রয় দেওয়ার শামিল: তাবিথ

ত্রাণে অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2020, 03:54 PM
Updated : 21 April 2020, 03:54 PM

তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে রিপোর্ট করায় দুটি গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এটা দুর্নীতি ও অভিযুক্তদের প্রশ্রয় দেওয়ার শামিল বলে আমি মনে করি।”

ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে এক সংবাদের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোমিনুল ইসলাম ভাসানী।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ বলেন, “যখন দেশের মানুষ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একসাথে জেগে উঠেছে, তখন আওয়ামী লীগের উচিৎ ডিজিটাল নিরাপত্তা আইনকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জনগণের কাতারে যোগ দেওয়া।”

অবিলম্বে দুই সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার দাবি জানান তাবিথ।