খালেদা জিয়া ঝুঁকিতে, দাবি আইনজীবীদের
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2020 05:51 PM BdST Updated: 23 Mar 2020 05:51 PM BdST
-
ফাইল ছবি
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় নভেল করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন শঙ্কা প্রকাশ করে তার মুক্তির দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান।
সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “কারান্তরীণ এবং বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন ৭৫ বয়ষোর্ধ্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন আজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, “বঙ্গবন্ধু হাসপাতালে শত শত ডাক্তার এবং নার্স প্রতিনিয়ত করোনাভাইরাসের সুরক্ষা সরাঞ্জমাদি ছাড়া কাজ করছেন এবং হাজার হাজার রোগীর চিকিৎসা করছেন, তারা বেগম খালেদা জিয়ারও চিকিৎসা করছেন।
“সুতরাং যে কোনো সময় প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যা ডাক্তার নার্সসহ বেগম খালেদা জিয়ার জীবন মারাত্মক ঝুঁকিপূর্ণ করতে পারে।”
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ‘মারাত্মক ঝুঁকি’ বিবেচনায় বিভিন্ন দেশে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, “এই অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে ৭৫ বয়ষোর্ধ্ব শারীরিকভাবে মারাত্মক অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার্থে অনতিবিলম্বে মুক্তি প্রদানের অনুরোধ করছি ও জোর দাবি করছি।”
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে থাকা বিএনপিপন্থী অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে দুই বছর ধরে বন্দি খালেদা এক বছর ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
-
ছাত্রদলের উপর হামলা ‘উপর মহলের’ নির্দেশে: মোশাররফ
-
‘গণআন্দোলনের’ আশা দেখছেন ফখরুল
-
নাগরিক ঐক্যের পর লেবার পার্টির সঙ্গে বসল বিএনপি
-
বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর মৃত্যু
-
যুবদলের নেতৃত্ব টুকু ও মুন্না
-
পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশ অস্থিতিশীল করতে চায় বিএনপি: কাদের
-
হামলার পরিণতি ‘শুভ হবে না’: মোশারফের হুঁশিয়ারি
-
দল নিবন্ধন: নতুনদের জন্য ৩ মাস সময়
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’