যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে বহিষ্কার

নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 10:55 AM
Updated : 23 Feb 2020, 12:20 PM

সোমবার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে সংগঠনের ২২ (ক) উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

“এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।”

শনিবার ঢাকা বিমানবন্দর থেকে র‌্যাব এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করে। বিলাসী জীবনযাপনকারী ওই দম্পতি দুই সহযোগীকে নিয়ে বিদেশে পালানোর চেষ্টায় ছিলেন বলে অভিযোগ র‌্যাবের।

গ্রেপ্তাররা হলেন- মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন ও তার স্ত্রী, সুমনের ব্যক্তিগত সহকারী এক তরুণী এবং তাদের আরেক সহযোগী সাব্বির খন্দকার।

সুমন দম্পতির বিরুদ্ধে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলের ‘প্রেসিডেন্ট স্যুট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালানোর অভিযোগ থাকার কথা জানিয়েছে র‌্যাব।

সুমনের সঙ্গে গ্রেপ্তার তার স্ত্রীই যুব মহিলা লীগের নেত্রী শামিমা নূর পাপিয়া বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়।

এরপরই সংগঠন থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত এলো।

এ বিষয়ে জানতে যুব মহিলা লীগের সাধারণ সম্পা অপু উকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাপিয়াকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।

“তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি।