নতুন বছরে ‘গণতন্ত্র ফিরে পাওয়ার’ প্রত্যাশায় বিএনপি

আওয়ামী লীগের শাসনে দেশে ‘গণতন্ত্র নেই’ দাবি করে নতুন বছরে অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2019, 01:39 PM
Updated : 31 Dec 2019, 01:39 PM

খ্রিস্টীয় নতুন বছর ২০২০ সাল উপলক্ষে মঙ্গলবার বিএনপির এক বিবৃতিতে এই প্রত্যাশা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দি করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।”

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‍মুক্তি ও হৃত গণতন্ত্রকে উদ্ধার করার সংগ্রামে সকলকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য ও সমৃদ্ধির বছরে পরিণত হয় সেই লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে,” বলা হয় বিবৃতিতে।

১৩ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর এখনই সবচেয়ে চাপে আছে। দলীয় চেয়ারপারসনের মুক্তির জন্য জোরাল আন্দোলনও গড়ে তুলতে পারেনি দলটি।

বিবৃতিতে বিএনপি পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নব উদ্যমে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।

“গত বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদেরকে একদিকে যেমন বেদনার্ত করবে, আবার অন্যদিকে নতুন উদ্যমে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের অধিকার ফিরে পেতে তাগিদ সৃষ্টি করবে।”

নতুন বছরে সবার জীবনে সুখ-শান্তিও কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।