ঢাকার শতাধিক বিএনপি নেতাকর্মী জাতীয় পার্টিতে

জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বিএনপির শতাধিক নেতাকর্মী, যাদের অধিকাংশই ঢাকার গুলশান-বনানী এলাকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 02:33 PM
Updated : 17 Sept 2019, 02:33 PM

মঙ্গলবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে নেওয়া হয়।

জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, একই ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক মতিউর রহমান উজ্জল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক বিএনপি নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর নব্বইয়ের দশকে বিএনপির সরকার আমলে দুর্নীতির দায়ে জেল খাটেন। এরপর রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বন্দ্ব ভুলে এরশাদকে বিএনপির মঞ্চেও বিভিন্ন সময়ে দেখা গেলেও মৃত্যুর আগে তিনি দলটির কঠোর সমালোচনা করে গেছেন।

এরশাদের মৃত্যুর পর তার ভাই জি এম কাদেরও নানা সভায় বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করেন। 

জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, জাতীয় পার্টিই এখন ‘কার্যকর বিরোধী দল’ বলেও দাবি করেন তিনি।

এদিকে জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীদের দলটিতে যোগ দেওয়াকে ভালোভাবে নিচ্ছেন না জাতীয় পার্টির নেতাদের অনেকে।

দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও জাপায় বিএনপি নেতাকর্মীদের আগমন ঠেকাবেন বলে আশ্বাস দিয়েছিলেন নেতাকর্মীদের।

বিএনপি নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে জি এম কাদের বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক শুন্যতায় গণমানুষের আস্থার স্থান জাতীয় পার্টি। জাতীয় পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি।”

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এটিইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।