এরশাদ এখনও শঙ্কামুক্ত নন: কাদের

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখনও শঙ্কামুক্ত নন বলে তার ছোট ভাই জিএম কাদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 05:54 PM
Updated : 12 July 2019, 06:11 PM

শুক্রবার তিনি বলেছেন, “চিকিৎসকদের মূল্যায়নে এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে অবস্থা শঙ্কামুক্ত নয়।”

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনও পুরোপুরি কাজ করছে না। প্রয়োজন মতো তাকে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে। 

৯০ বছর বয়সী সাবেক সামরিক শাসক এরশাদ দীর্ঘদিন রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না।

গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

গত ৪ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এখনও সে অবস্থায়ই আছেন এরশাদ।