লুটপাটবান্ধব রাজনীতি দূর করতে হবে: শরীফ নুরুল আম্বিয়া

সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ‘লুটপাটবান্ধব রাজনীতি’ দূর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 04:38 PM
Updated : 23 May 2019, 04:38 PM

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলটির নেতা-কর্মী, পেশাজীবী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, “কৃষক শ্রমিক পেশাজীবীদের জন্য নিরাপদ দেশ গড়তে একটি উপযুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। চারদিকে লুটপাট হচ্ছে, আর চলছে লুটপাটবান্ধব রাজনীতি। দেশে বিরাজিত বিষণ্ন রাজনৈতিক পরিস্থিতির অবসান হওয়া উচিত।

“সাংবিধানিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ লুটপাটবান্ধব রাজনীতি ও বিষণ্নতা দূর করতে হবে।”

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “রাজনীতিতে ন্যায়নীতির অভাব দেখা যাচ্ছে। উন্নয়ন হতে হবে ন্যায়ভিত্তিক। গণতন্ত্রকে নিশ্চিত করতে না পারলে ষড়যন্ত্রের রাজনীতি ডালপালা বিস্তার করবে।”

আলোচনায় অংশ নেন জাসদের স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, মো. খালেদ, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু, তনিমা সিদ্দিক, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর নেতা রোস্তম খান ও আসাদুজ্জামান জাকির, জাতীয় যুব জোট নেতা রফিকুল ইসলাম রুবেল।