কূটনীতিক ও সম্পাদকদের নিয়ে বিএনপির ইফতার

কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে কূটনীতিক ও সম্পাদকদের সম্মানে ইফতার অনুষ্ঠান করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 03:18 PM
Updated : 14 May 2019, 08:05 PM

মঙ্গলবার ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে এই ইফতার অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন।

ইফতারে অতিথিদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ভ্যাটিকেন সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসকে নিয়ে এক টেবিলে বসেছিলেন বিএনপি মহাসচিব।

ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বুদিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ আল দেহাইমি, কানাডার হাইকমিশনার বেনোয়া প্রেফেঁতে, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশন জোয়েল রিফম্যান ছিলেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে আরও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংক, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালবসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা।

সম্পাদকদের মধ্যে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের উপ সম্পাদক আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক বোরহানউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহদীন মালিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম সবুজ, শামীম আহমেদ ছিলেন অনুষ্ঠানে।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, মাহবুব হোসেন, মীর নাসির উদ্দিন, মীর হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, গোলাম আকবর খন্দকার, সুকোমল বড়ুয়া, শওকত মাহমুদ, আবদুল কাইয়ুম, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, রুমিন ফারহানা, শামা ওবায়েদ, জেবা খান প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব তাজুল ইসলাম, চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার, প্রেস উইংয়ের শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, রিয়াজ উদ্দিন নসুও ইফতারে অংশ নেন।

রমজানে খালেদা জিয়া কূটনীতিকদের নিয়ে ইফতার করতেন। গত বছরের ফেব্রুয়ারিতে দণ্ড নিয়ে তিনি কারাগারে যাওয়ার পর তার পক্ষে দলীয় নেতারা ইফতারের সেই আয়োজন সক্রিয় রেখেছেন।