সংসদে গালাগাল নয়: রাঙ্গাঁ

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসলেও তাদের সংসদ সদস্যরা কখনো গালাগাল করবেন না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 02:43 PM
Updated : 11 Feb 2019, 02:43 PM

কোনো বিষয়ে আপত্তি-ভিন্নমত থাকলে যুক্তি দিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে তা তুলে ধরার কথা বলেছেন তিনি।

সোমবার সংসদের সংরক্ষিত নারী আসনে চারজনের মনোনয়নপত্র জমা দিয়ে বনানীতে দলীয় কার্যালয়ে ফিরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাঙ্গাঁ বলেন, “আমরা কখনোই অশ্রাব্য গালাগাল করব না সংসদে।”

৩০ ডিসেম্বরে ভোট হওয়া ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২৫৭টি আসন পায়। আর তাদের জোটসঙ্গীদের মধ্যে জাতীয় পার্টি পেয়েছে ২২টি।

বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সব মিলিয়ে আটটি আসন পাওয়ায় তাদের সংসদে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

অন্যদিকে জাতীয় পার্টি গতবার সংসদে বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায় থাকলেও এবার তাদের কেউ আওয়ামী লীগের সরকারে জায়গা পাননি।

সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিরোধী দলীয় নেতা হয়েছেন।

স্বল্প সংখ্যক সদস্য নিয়েও ‘প্রকৃত বিরোধী দলের’ ভূমিকা পালন করা সম্ভব বলে মন্তব্য করেন বিরোধী দলীয় হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

তিনি বলেন, “জাতীয় পার্টি প্রমাণ করবে, সংসদে দেশ ও গণমানুষের পক্ষে কথা বলতে বেশি সংখ্যক সদস্য দরকার হয় না।”

এদিন দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জাতীয় পার্টি মনোনীত সংরক্ষিত নারী আসনের চারজনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্যরা হচ্ছেন- দলের প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী, সালমা ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান ও নাজমা আকতার।