ওয়ান-ইলেভেনের জেনারেল মাসুদ চান নৌকার প্রার্থী হতে

জরুরি অবস্থার পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 06:51 PM
Updated : 12 Nov 2018, 06:51 PM

অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট জেনারেল ফেনী-৩ আসনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন শনিবার মাসুদ উদ্দিন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বুথে মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরী।”

মাসুদ উদ্দিনের ভায়রা সাঈদ এস্কান্দার এক সময় ফেনী-১ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন। সাবেক সেনা কর্মকর্তা সাঈদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই। বোনের ছেড়ে দেওয়া আসনে এমপি হয়েছিলেন তিনি।

ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন দুই অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী। ওই আসনে বর্তমান সংসদ সদস্য সৌদি আরবের আওয়ামী লীগ নেতা রহিম উল্যাহ এবারও প্রার্থী হতে চাইছেন।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন ওয়ান-ইলেভেনের পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়েছিল।