বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল আর নেই

সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 07:03 PM
Updated : 13 August 2018, 07:10 PM

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জাতীয় পার্টির প্রেস উইং থেকে জানানো হয়েছে।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

তাজুলের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

কিডনির জটিলতায় আক্রান্ত তাজুল ইসলামকে রোববার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিউতে ছিলেন।

সোমবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

এরপর রাত সাড়ে ১১টার পর তাজুলের মৃত্যু হয় বলে জাতীয় পার্টির প্রেস উইং জানিয়েছে।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে।

ছেলেমেয়েরা দেশের বাইরে থাকায় দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

কুড়িগাম জেলার সদর উপজেলার সবুজপাড়া এলাকার বাসিন্দা তাজুল বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার শোক জানিয়েছেন।