গাজীপুরে এক সঙ্গে ভোটের ‘দোয়ায়’ আ. লীগ-বিএনপি নেতারা

নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে আলাদাভাবে প্রচারে এলেও মসজিদে ভোটের জন্য একসঙ্গে দোয়া চেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় দুই নেতা।

নিজস্ব প্রতিবেদকও গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 05:17 PM
Updated : 22 June 2018, 05:17 PM

শুক্রবার জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় দোয়া চাইতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় তারা মুসল্লিদের সালাম দেন এবং ভোটের জন্য দোয়া চান, পরে অন্য নেতাদের সঙ্গে ছবি তোলেন এই দুই নেতা।

আওয়ামী লীগ নেতা নওফেল বলেন, “এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রমাণ করে বর্তমান সরকার একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন করতে বদ্ধপরিকর। গাজীপুরে একটি চমৎকার ও উৎসবমুখর পরিবেশ বজায় রয়েছে।”

এর আগের দিন বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম এবং ধানের শীষে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে একসঙ্গে বসে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা যায়।

সেখানকার একটি ছবি ফেইসবুকে শেয়ার করে একজন টেলিভিশন সাংবাদিক লেখেন, “দৃশ্যত হাসাহাসি, কার্যত ভোটাভুটি!!”