বাজেটে জনগণ খুশি: আ. লীগ

নতুন অর্থবছরের বাজেটকে ‘গণমুখী’ ও ‘উন্নয়নমূলক’ বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 05:24 PM
Updated : 7 June 2018, 05:24 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন মুহিত।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেছেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও একই প্রতিক্রিয়া জানিয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বাজেট ইতিবাচক, গণমুখী ও উন্নয়নমূলক।

“মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে একটি যুগোপযোগী উন্নয়নমূলক বাজেট দেওয়া হয়েছে, যা উন্নত রাষ্ট্রে পরিণত করতে সিঁড়ি হিসেবে কাজ করবে।”

এই বাজেটের আকার বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটের ২৫ এবং মূল বাজেটের চেয়ে ১৬ শতাংশ বেশি হলেও একে ’বাস্তবধর্মী’ বলে মনে করেন রহমান।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের স্বপ্ন পূরণের বাজেট এটি।

”আমাদের স্বপ্ন মধ্যম আয়ের দেশ এবং পরে উন্নত রাষ্ট্রের। ... দেশ ও জনগণের স্বার্থে এটি একটি পরিপূর্ণ বাজেট।”

সকালে ছয় দফা দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে বঙ্গবন্ধু ভবনের সামনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “এ বাজেটে জনগণ খুশি। নতুন করে ট্যাক্স না থাকলে জনগণ তো খুশি হবেই।”

নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের পরপরই ঢাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।