বিএনপি কোন মুখে তিস্তার কথা বলে: হাছান

তিস্তার পানি নিয়ে কথা বলার অধিকার বিএনপি নেতাদের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 10:04 AM
Updated : 26 May 2018, 10:14 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে তিস্তা চুক্তি এখনও না হওয়া নিয়ে বিএনপি নেতাদের কথার জবাবে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

হাছান বলেন, “আজকে বিএনপির নেতারা চেঁচামেচি করে বলেন, তিস্তার কী হবে?

“আর তাদের নেত্রী বেগম খালেদা জিয়া দিল্লিতে গিয়ে গঙ্গার পানির কথা বলতে ভুলে গিয়েছিলেন। যাদের নেত্রী দিল্লিতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যায়, তাদের নেতাদের তিস্তার পানি নিয়ে কথা বলার অধিকার নাই।”

১৯৯৬ সালের শেখ হাসিনার সরকারের সময় গঙ্গার পানি বণ্টন চুক্তি সইয়ের পর এবার তিস্তার পানি বণ্টনে চুক্তি করার উদ্যোগি নেওয়া হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা ঝুলে আছে।

হাছান বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আমরা আদায় করেছিলাম। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সীমান্ত সমস্যা, সমুদ্র সমস্যার সমাধান হয়েছে, ঠিক একইভাবে যথাসময়ে তিস্তার সমাধান হবে।”

বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী আহমেদ পরস্পরবিরোধী কথা বলেন।

“রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্ন তুলেছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সফর ইতিবাচক।  এখন আমরা বুঝে উঠতে পারছি না, তাদের দলের বক্তব্য কোনটা?”

চলমান মাদকবিরোধী অভিযানে নিহতের ঘটনা নিয়ে বিএনপির প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা বলেন, “এ নিয়ে বিএনপির অনেক মাথা ব্যথা। 

“উনাদের পরিবারের অনেকে তো বিদেশে অকালে মারা গেছেন। যে দলের নেতা মাদকাসক্তির কারণে বিদেশে মৃত্যুবরণ করে, যাদের নেতারা টেলিভিশনের সামনে কথা বলার সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তারা মাদকবিরোধী অভিযান নিয়ে একটু প্রশ্ন তুলবে, এটাই স্বাভাবিক।”