তালুকদার খালেকের আসনে স্ত্রী হচ্ছেন নৌকার প্রার্থী

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে আসা সংসদীয় আসনে তার স্ত্রী হাবিবুন নাহারকে প্রার্থী করছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 06:27 PM
Updated : 21 May 2018, 06:30 PM

গণভবনে সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগ নেতারা জানান, আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এই উপ-নির্বাচনে হাবিবুন নাহারকে প্রার্থী মনোনীত করা হয়েছে।

তালুকদার খালেক একাধিকবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। খুলনায় মেয়র পদে প্রার্থী হতে তিনি সংসদ সদস্যপদ ছেড়েছিলেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হয়ে ফের খুলনার মেয়রের চেয়ারে বসছেন।

এর আগে ২০০৮ সালে খুলনার মেয়র হওয়ার পর সংসদ নির্বাচন করেননি খালেক। তখন অষ্টম সংসদ নির্বাচনে স্ত্রী হাবিবুন নাহারই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৩ সালে মেয়র নির্বাচনে হারার পর ২০১৪ সালে পুনরায় বাগেরহাট-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খালেক।