মে দিবসে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় শ্রমিক দল

গত ফেব্রুয়ারি থেকে বিএনপি অনেক বার চেয়েও না পাওয়ার পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 11:29 AM
Updated : 21 April 2018, 11:29 AM

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই সমাবেশ করতে চাইছে বিএনপির সহযোগী সংগঠনটি।

শনিবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল  ইসলাম খান জানন, সমাবেশের জন্য অনুমতি চেয়েছে শ্রমিক দল।

“আমরা আশা করব, আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের শ্রমিক সমাবেশ করার অনুমতি দেবে এবং আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দিবসে জনসভা করব।”

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ফেব্রুয়ারি থেকে তিন দফা আবেদন করেও জনসভার অনুমতি পায়নি বিএনপি। নাশকতার আশঙ্কার কথা জানিয়ে তাদের অনুমতি দেয়নি পুলিশ।

শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল বলেন, “আমরা (শ্রমিক দল) ২০১৪ সালেও সমাবেশ করেছি, ২০১৬ সালেও করেছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। আমাদের দেশনেত্রী ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন। গত বছর আমরা করতে পারি নাই, এবার করব।

“আমরা আবেদন করেছি। আর এখন পর্যন্ত কেউ আবেদন করেছে বলে পত্র-পত্রিকায় দেখি নাই।  কাজেই অন্য একজন চাইছে সেজন্য দেওয়া হবে না- কায়দা করে সেটারও সুযোগ নাই।”

মে দিবসের এই সমাবেশে খালেদা জিয়াকে পাওয়ার আশাও করছেন নজরুল।

“এটা অসম্ভব কিছু ব্যাপার নয়। সুপ্রিম কোর্ট চাইলে তার শুনানির তারিখ এগিয়ে নিয়ে আসতে পারেন, তার অসুস্থতার কারণে। তাকে জামিন দিয়ে দিলে, আল্লাহ তাকে সুস্থ রাখলে তিনিও যোগ দিতে পারেন।”

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তা নিয়ে কারা কর্তৃপক্ষের নিশ্চুপ ভূমিকার সমালোচনাও করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, “তার স্বাস্থ্যের যদি অবনতি ঘটে, তাকে কষ্ট যদি আরও বেশি দেওয়া হয়, তার জবাব সরকারকে দিতে হবে।”

খালেদার মুক্তি দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী ঘাট শ্রমিক দল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল।

সংগঠনের সাধারণ সম্পাদক সুমন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় নেতা মেহেদি আলী খান,  মোস্তাফিজুল করীম মজুমদার, যুবদল নেতা গোলাম মওলা শাহিন বক্তব্য রাখেন।