বর্ষবরণে ক্যাম্পাসে আগতদের সেবায় থাকবে ছাত্রলীগ

এবারও পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আগতদের সেবায় থাকবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 11:11 AM
Updated : 13 April 2018, 11:47 AM

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কান্টিনে সংবাদ সম্মেলনে একথা জানান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “জনবহুল রাজধানীতে ফাঁকা জায়গা কম থাকায় আনন্দ উৎসব উদযাপনে সবার আগ্রহের কেন্দ্র থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যান। সকালের সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় নামে হাজারো মানুষের ঢল যেখানে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও পিতা মাতার হাত ধরে ও কোলে চড়ে শিশু এবং বয়োঃবৃদ্ধরাও আসেন আনন্দ উদযাপনে। সেই আনন্দকে আমরা নির্বিঘ্ন করতে চাই।

“বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে আগত মানুষদের সেবায় নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয়, হল, অনুষদ, বিভাগ কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসে সার্বক্ষণিক পাহারায় থাকবে। সকল ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে ক্যাম্পাসে থাকবে, কারো কোনো সমস্যা হলে ছুটে যাবেন ছাত্রলীগের নেতাকর্মীরা।”

গতবছর পহেলা বৈশাখেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগতদের সেবায় স্বেচ্ছাসেবামূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে।

এবারের নববর্ষের দিন উদযাপনে থাকা মানুষদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে পাঁচটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আবিদ।

এগুলো হলো-

>> ছাত্রলীগের ৫০০ নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে দর্শনার্থীদের নিরাপত্তা দান ও অপ্রীতিকর ঘটনা রোধে মাঠে থাকবে।

>> বিশ্ববিদ্যালয় এলাকায় আগত দর্শনার্থীদের পানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রলীগের পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা থাকবে।

>> আগতদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার লক্ষ্যে টিএসসিসংলগ্ন ডাসের (সড়ক দ্বীপ) পেছনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে।

>> আগত দর্শনার্থীরা যে কোনো সমস্যা সম্পর্কে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে জানাতে তাদের মোবাইল নম্বর গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুনের মধ্যে দেওয়া থাকবে।

>> যে কোনো প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকল দর্শনার্থীর পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সব ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের সহায়তাও চান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ছাড়াও কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।