ভারত যাচ্ছে আওয়ামী লীগের দুটি প্রতিনিধি দল

দুই মাসে ভারতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2018, 04:13 PM
Updated : 15 March 2018, 04:13 PM

একটি যাচ্ছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সম্মেলনে; অন্যটি যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে।

কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে তিন নেতা যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে। দলের অন্য দুই সদস্য হলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম দল কংগ্রেসের ৮৪তম কংগ্রেসের প্ল্যানারি সেশন হবে আগামী ১৭ ও ১৮ মার্চ। তাতে যোগ দেবেন আওয়ামী লীগের নেতারা।

.

প্রতিনিধি দলটি ১৬ মার্চ ঢাকা থেকে রওনা হবে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, প্রতিনিধি দলটি ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

বিপ্লব বড়ুয়া জানান, বিজেপির আমন্ত্রণে আগামী ২১-২৭ এপ্রিল ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বলে বিপ্লব জানান।