ফের একতরফা ভোটের পাঁয়তারা: খসরু

ক্ষমতাসীনরা আবারও দেশে ‘একতরফা’ নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 01:33 PM
Updated : 17 March 2017, 04:38 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, না করলে কী হবে-এসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে। নির্বাচন না করলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে-এমন কথাও বলা হচ্ছে।

“আমরা বলতে চাই, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বেশিরভাগ সময়ে বিএনপি নির্বাচিত হয়েছে। সুতরাং নিবন্ধন নিয়ে যাদের চিন্তা, উনারা সেই চিন্তা নিয়ে থাকুন। আমাদের নিবন্ধন নিয়ে কোনো চিন্তা নাই।”

“নিবন্ধন নিয়ে ভয়ে বিএনপি নির্বাচনে যাবে-এটা যারা বিশ্বাস করে তারা বোকার রাজ্যে বসবাস করছে।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

সরকার নির্বাচন ব্যবস্থা ‘ভেঙে ফেলেছে’ অভিযোগ করে আমীর খসরু বলেন, “এর প্রতি জনগণের আর কোনো আস্থা নাই। এই অবস্থা থেকে উত্তরণে সকলকে উঠে দাঁড়াতে হবে।”

নির্বাচনকালীন সরকারের বিষয়েও বিএনপি প্রস্তাব দেবে বলে জানান তিনি।

দুর্নীতি করে বাংলাদেশ থেকে ‘বহু টাকা’ বিদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন খসরু।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, এখন দেশে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য কিংবা বিনিয়োগ করার সুযোগ নেই।

“সেজন্য সাধারণ ব্যবসায়ীরা দেশের বাইরে চলে যাচ্ছে। যেখানে দল না করলে ব্যবসা পাবেন না, দল না করলে চাকরি পাবেন না, দল না করলে কিছুই করতে পারবে না।”

এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার’ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান আমীর খসরু।

হুমায়ুন কবির ব্যাপারির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে খায়রুল কবির খোকন, মিয়া মো. আনোয়ার  বক্তব্য রাখেন।