ঢাকার বিভিন্ন প্রবেশমুখে টানা সাত ঘণ্টা শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে সরকারের এই সহযোগী সংগঠন।
Published : 28 Jul 2023, 09:26 PM
বিএনপি ও সমমনা দলগুলো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করার পর তার পাল্টায় একই এলাকায় শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
শনিবার সকাল থেকে রাজধানীর সব প্রবেশমুখে এই শান্তি সমাবেশ হবে বলে যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শনিবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।"
এর আগে ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করে যুগপৎভাবে একই কর্মসূচি ঘোষণা করে বিএনপির সমমনা দল ও জোটগুলো।
আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, “বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ অতন্দ্র প্রহরীর মত পাহারা দেবে।
“রাস্তা বন্ধ করবেন, আপনাদের চলার রাস্তা বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না, দেশি-বিদেশি যারাই চোখ রাঙাবেন তাদের বলে দিচ্ছি, আমাদের শিকড় অনেক গভীরে। চোখ রাঙিয়ে ক্ষমতাচ্যুত করতে পারবেন না।”