নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
Published : 11 Nov 2024, 09:44 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে (২০ নভেম্বর) কোনো অনুষ্ঠান না করতে নেতাকর্মীদের নিষেধ করেছে বিএনপি।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, “২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, সেদিন জন্মদিন ঘিরে কোনো অনুষ্ঠান পালিত হবে না।”
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। পরে ওই বছরের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই থাকছেন।