১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত দলটির ৭৫ বছর পূর্ণ হচ্ছে রোববার। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করবে দলটি।
Published : 22 Jun 2024, 11:58 PM
আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির আলোচনা সভার ব্যানারে থাকছে বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবি।
দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের কর্মসূচির শেষ দিন রোববার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা করবে দলটি।
এদিনই ৭৫ বছর পূর্ণ হচ্ছে ক্ষমতাসীন দলটির। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতার নেত্বত্ব দেওয়া দলটির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ দলে এখন নেতৃত্ব দিচ্ছেন তার মেয়ে শেখ হাসিনা, যিনি টানা চার মেয়াদে সরকার পরিচালনা করছেন।
রোববার সোহরাওয়ার্দী উদ্যানের আলোচনা সভায় সভাপতিত্ব করবে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব আয়োজন সম্পন্ন করতে। আওয়ামী লীগের শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে উৎসবমুখর হয়েছে। এরপর স্বতস্ফূর্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন উপস্থিতি হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে।"
মঞ্চের ব্যনারে জয় ও পুতুলের এ দুজনের ছবি থাকায় তারা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আসবেন কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা তো দেশে নেই। আসবেন কেমন করে।”
আলোচনা সভার প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢোকার গেইটগুলোতে নিরাপত্তার জন্য আর্চারি বসানো হয়েছে। সভাস্থলেও বেষ্টনী দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকে আলোচনা সভার মঞ্চ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও সাধারণ সম্পাদকের চেয়ারের বাইরে প্রায় ২০টি চেয়ার রাখা হয়েছে সামনের সাড়িতে। নেতাদের বসার জন্য পেছনেও রাখা হয়েছে প্রায় ৪০টি চেয়ার। মঞ্চের পেছনে সাঁটানো হয়েছে বিশাল আকারের ব্যানার।
এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার ছবি। মঞ্চের ডান পাশের ব্যানারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ছবি।
বাম পাশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন চার নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবি।
জাতীয় নেতাদের মাঝখানে শোভা পেয়েছে বঙ্গবন্ধুর দুই নাতি সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ছবি।