বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
Published : 20 Feb 2025, 12:38 AM
বাংলা একাডেমিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে গিয়ে বেশ কিছু বই কিনেছেন।
বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে যান মির্জা ফখরুল, এই ঘটনাকে তার রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন কেউ কেউ।
স্টলটি পরিদর্শনের সময় মির্জা ফখরুলের সঙ্গে থাকা কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল থেকে ৭ হাজারের বেশি টাকার বই কিনেছেন। এর মধ্যে জুলাই আন্দোলন নিয়ে লেখা একাধিক বইও আছে।”
এবার অমর একুশে বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান ‘আদর্শ’ বইমেলায় এনেছে ‘তারেক রহমান: সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ নামের বইটি।
আদর্শ এর প্রকাশক মাহাবুব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল পরিদর্শন করেছেন। এটি রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য উদাহরণ।”
মির্জা ফখরুল বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া সাইবার ফোর্স’ এর স্টলও পরিদর্শন করেন।
এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিবেন।
বিএনপি মহাসচিব বলেন, “আমাদের ঐক্য আর কেউ নষ্ট করতে পারবে না। তবে আমরা অবাক হই, আমাদের দায়িত্বশীল অনেকে এমন এমন কথা বলেন।
“তাদের বলব, দয়া করে কেউ দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীন কথা বলবেন না। এমন কথা বলবেন না, যাতে করে জুলাই-অগাস্টের অর্জন ব্যর্থ হয়ে যায়।”
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা শঙ্কার মধ্যে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম এবার শান্তিতে ঘুমাব, আর কথা বলতে হবে না। ঝগড়াঝাঁটি করতে হবে না।
“কিন্তু বিধিবাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে। আবার আমরা ভাবছি যে কবে আমাদেরকে কখন তুলে নিয়ে যাবে। তবে আশা করি আমাদের তরুণ প্রজন্ম যেভাবে এগিয়ে এসেছে।”
প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেখানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ এবং কথাসাহিত্যিক এহসান মাহমুদ। এছাড়া স্বাগত রাখেন প্রকাশনা সংস্থা আদর্শ'র স্বত্তাধিকারী মাহাবুব রহমান।