২৮ অক্টোবরের সংঘর্ষ: দেশে ফিরেছেন আহত পুলিশ সদস্য

ঢাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে দায়িত্ব পালনকালে ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় হামলায় আহত হন রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2024, 02:51 PM
Updated : 13 Jan 2024, 02:51 PM

 গত ২৮ অক্টোবর কাকরাইল ও বিজয়নগরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত হন পুলিশের নায়েক আব্দুর রাজ্জাক।

জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশের দিন আহত পুলিশের নায়েক মো. আব্দুর রাজ্জাক ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার দেশে ফেরার পর তাকে পুলিশ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

শনিবার ঢাকা মহানগর পুলিশের অনলাইন পোর্টাল 'ডিএমপি নিউজ' এই সংবাদ প্রকাশ করেছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ডাকা সমাবেশে দায়িত্ব পালনকালে ইউবিএল ক্রসিং, পল্টন এলাকায় হামলায় আহন হন রাজ্জাক। রাস্তায় পড়ে থাকা অবস্থায় তাকে ইটপাটকেল ছুঁড়লে মাথায় গুরুতর আঘাত পান।

চিকিৎসকের পরামর্শে তাকে ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।

রাজ্জাকের চিকিৎসার যাবতীয় ব্যয় পুলিশের মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনারের উদ্যোগে হয়েছে বলে ডিএমপি নিউজ' এ জানান হয়।

সেদিন সংঘর্ষে পুলিশের এক সদস্য মারা যান।