আনন্দ মিছিলটি নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Published : 01 Dec 2024, 07:16 PM
একুশে অগাস্ট গ্রেনেড মামলার রায়ে হাই কোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের খালাস দেওয়ায় আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
মহানগর বিএনপিসহ দলের অঙ্গসংগঠনগুলো কয়েক হাজার নেতা-কর্মী রোববার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মিছিলে অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের কামরুজ্জামান জুয়েল, এনামুল হক এনাম, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন মিছিলে।
আনন্দ মিছিলটি নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় জজ আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।
সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর এবং মৃত্যদণ্ড কার্যকরের আবেদন (ডেথ রেফারেন্স) খারিজ করে হাই কোর্ট আসামিদের সবাইকে খালাস দিয়েছে।