বিএনপি নেতা মজনু এক দিনের রিমান্ডে

পল্টন থানায় ২০২২ সালের ডিসেম্বরের বিস্ফোরক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 01:18 PM
Updated : 22 May 2023, 01:18 PM

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পল্টন থানার বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার ঢাকার মহানগর হাকিম মো. শফি উদ্দিন শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মজনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া। এ বিএনপি নেতার আইনজীবী  সৈয়দ মহিউদ্দিন চৌধুরী রিমান্ড বাতিল চেয়ে জামিন চান।

এর আগে রোববার রাত সাড়ে ১১টায় মজনুকে শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছিলেন। তখন তিনি তার সন্ধানও দাবি করেছিলেন।

Also Read: ঢাকায় বিএনপি নেতা মজনুকে আটকের অভিযোগ

তবে তাকে আটকের বিষয়ে পুলিশের ভাষ্য সোমবার সকাল পর্যন্ত পাওয়া যায়নি।

পরে এ বিএনপি নেতাকে ২০২২ সালের ডিসেম্বরে দায়ের করা পল্টন থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে মজনুকে আটকের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে সোমবার ঢাকার দক্ষিণের থানা ও ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জানান, সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করে মজনুর মুক্তি চাওয়া হয়েছে। আগামী বুধবারও থানা ও ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করা হবে।