হাসপাতালে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী করণীয় নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।
Published : 13 Mar 2024, 01:11 PM
বাড়িতে কিছুটা অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ধ্যার পর হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী করণীয় নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন তিনি।
জাহিদ হোসেন বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ম্যাডাম কিছুটা অসুস্থ বোধ করছেন। এজন্য উনাকে ইফতারের পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। ওখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার ব্যাপারে জানাবেন।”
এর আগে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ারে গিয়েছিলেন খালেদা জিয়া। ওইদিন হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করা করা হয়। পরে সেদিন রাতেই গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে আসেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।
তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি ছয় মাস পরপর বাড়ানো হলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি সরকার।
মুক্তি পাওয়ার পর কোভিড, লিভার জটিলতাসহ বিভিন্ন কারণে কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিএনপি নেত্রীকে।
গতবছর ৯ অগাস্ট এভারকেয়ারে ভর্তির পর সেবার খালেদা জিয়াকে পাঁচ মাস হাসপাতালে থাকতে হয়।
এর মধ্যে অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত ‘বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে’ তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।
তখন সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারও বিদেশ নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে আইনে সে সুযোগ না থাকার কথা বলে অনুমোদন দেয়নি সরকার।
এ চেষ্টার মধ্যে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসার পাশাপাশি বিদেশ থেকেও চিকিৎসক এসে তার চিকিৎসা দেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) সম্পন্ন করেন।
পুরনো খবর
স্বাস্থ্য পরীক্ষা শেষে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায়
৫ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া
৩ ঘণ্টা পর সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া